
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সড়ক দুর্ঘটনায় ৯ বছরের মেয়েসহ এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তার স্বামীসহ আরো তিন সন্তান।
নিহত ওই নারী গর্ভবতী ছিলেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক গালফ নিউজ। মঙ্গলবার আমিরাতের প্রশাসনিক অঞ্চল শারজাহতে ঘটেছে এই দুর্ঘটনা।
শারজাহ পুলিশের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে আরো বলা হয়, মঙ্গলবার রাতে টার দিকে শারজাহর আল ঘার্ব এলাকার একটি ব্যস্ত সড়কে ঘটে এই দুর্ঘটনা। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই গর্ভবতী নারী ও তার ৯ বছরের কন্যা।
এছাড়া ঘটনাস্থলে উপস্থিত ওই নারীর স্বামী ও এই দম্পতির ৩, ৫ ও ৮ বছর বয়সী অপর তিন সন্তানও আহত হন।
শারজাহ পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ওই নারী ও স্বামীকে শারজাহর আল কাসেমি হাসপাতাল ও তাদের সন্তানদের আল কুয়েতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তররা ওই নারী ও ওই দম্পতির ৯ বছর বয়সী কন্যাকে মৃত ঘোষণা করেন। এছাড়া তাদের অপর এক সন্তানের অস্ত্রোপচার প্রয়োজন বলেও জানিয়েছেন চিকিৎসরকরা।
আল ঘার্ব পুলিশ স্টেশন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে গালফ নিউজ।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]