শিরোনাম
আমিরাতে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের সম্মাননা
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২১, ১৫:৩৩
আমিরাতে বাংলাদেশী নারী উদ্যোক্তাদের সম্মাননা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংযুক্ত আরব আমিরাতে ‘বাংলাদেশী লেডিস ইন ইউএইর’ দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও নারী উদ্যোক্তাদের সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার আজমানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তিতে স্বাগত বক্তব্য দেন লাবণ্য আদিল।


প্রধান অতিথি হিসেবে বিএম জামাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নারীদের অগ্রযাত্রা এখন আশার আলো দেখায়। আমিরাতেও এর ব্যতিক্রম নয়। দেশটিতে বাংলাদেশি নারী উদ্যোক্তারা দেশের ভাবমূর্তির পাশাপাশি রেমিট্যান্স বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। দুবাই কনস্যুলেট নারীদের ঐক্যবদ্ধ ও ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাওয়াকে স্বাগত জানায়।


বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি প্রাণ গ্রুপের মার্কেটিং ম্যানেজার সিরাজুস সালেহিন বলেন, বিশ্বের দেড় শতাধিক দেশে প্রাণের বিচরণ। প্রতিটি দেশেই বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আমরা সম্মান জানাই। সেই ধারাবাহিকতায় আমিরাতে কিছু নারীদের সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় প্রাণ গ্রুপ আনন্দিত। আগামীতে এর ধারাবাহিকতা বজায় থাকবে। আরব আমিরাতে যেভাবে নারীরা সাহস ও দক্ষতার প্রমাণ দিচ্ছেন তা বাংলাদেশের জন্য সম্মানের।


উদ্যোক্তা লিজা হোসেনের সভাপতিত্বে ও পারভীন জলি-শারমিন রাখি-নওরিন রিম-রুমা হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কনসাল জেনারেলের সহধর্মিণী আবিদা হোসেন, জেসমিন মাহাবুব সিআইপি, মোহাম্মদ এয়াকুব সৈনিক, জসিম মল্লিক, প্রাণ গ্রুপের ডিজিটাল মার্কেটিং কো-অর্ডিনেটর রুমা হাসানসহ অনেকে।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com