শিরোনাম
নিউইয়র্কের সব সাবওয়ে ট্রেনে ওয়াই-ফাই
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:৪৪
নিউইয়র্কের সব সাবওয়ে ট্রেনে ওয়াই-ফাই
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নিউইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেম পৃথিবীর বৃহত্তর। আর এই সাবওয়ে সিস্টেমের ৭০ ভাগই মাটির নিচে হওয়ায় সিগন্যাল না পাওয়ায় সেখানে সেলফোন ব্যবহার সম্ভব হতো না। সেলফোন এখন প্রাত্যহিক জীবনযাপনে অত্যন্ত জরুরি। তাই সাবওয়েতে চলাচলের সময় যাতে সেলফোন ব্যবহার করা যায় সে লক্ষ্যে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি ২৭৯টি সাবওয়ে স্টেশনে ওয়াই-ফাই ইনস্টটল করেছে।

 

বৃহস্পতিবার সিটি কম্পট্রলার স্কট স্ট্রিংগার এক অডিট রিপোর্ট প্রকাশকালে জানান, তিনি তার অফিসের প্রতিনিধি দ্বারা ১৫০টি স্টেশন ইন্সপেকশন করিয়েছেন। তারা জানান, এখন ১৫০টি স্টেশনেই সেলফোন ব্যবহার করা যাচ্ছে।

 

তবে এমটিএ মুখপাত্র জানান, নিউইয়র্ক সিটির সব সাবওয়ে স্টেশনে অর্থাৎ ২৭৯টি স্টেশনেই ওয়াইফাই এখন সচল।

 

উল্লেখ্য, গত ১০ বছর ধরে এই ওয়াইফাই বসানোর কাজ চলছিল। ২০০৭ সালে এমটিএ বোর্ড এই ওয়াইফাই বসানোর প্রস্তাব দেয়।

 

বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com