শিরোনাম
বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘে ‘আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস দিবস’ পালন
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৪:০৫
বাংলাদেশের নেতৃত্বে জাতিসংঘে ‘আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস দিবস’ পালন
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের নেতৃত্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস দিবস-২০১৬’ উদযাপিত হয়েছে। সোমবার দ্যা ইউনাইটেড নেশন্স অফিস ফর ডিসেস্টার রিস্ক রিডাকশন (ইউএনআইএসডিআর) ও ইউনাইটেড নেশন্স ডেপেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এক যোগে এর আয়োজন করে।


দিবসের মূল প্রতিপাদ্য ছিল- সেনডাই ফ্রেমওয়ার্কের গ্লোবাল টার্গেট: ১ (সাবসটেনশিয়াললি রিডিউসিং ডিসেস্টার মর্টালিটি বাই ২০৩০) সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধি।


দিবসটি উদযাপন উপলক্ষ্যে ‘বলার জন্য বাঁচা’ শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিবের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট গ্লাসার এই প্যানেল বৈঠক পরিচালনা করেন। বাংলাদেশ, সুইজারল্যান্ড ও ফিলিপাইনের স্থায়ী প্রতিনিধিগণ ছাড়াও জ্যামাইকার উপ-স্থায়ী প্রতিনিধি, তরূণ সমাজকর্মী এবং ইউএনডিপি’র উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উক্ত প্যানেল বৈঠকে অংশ নেন।


দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় এবং প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যূর সংখ্যা হ্রাসে বিশেষ সাফল্য অর্জন করায় প্যানেলের সঞ্চালক রবার্ট গ্লেসার বাংলাদেশের ভূঁয়সী প্রশংসা করেন।


বাংলাদেশের মান্যবর স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন পরিসংখ্যানের আলোকে দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অর্জিত সাফল্যসমূহ তুলে ধরেন। এ সময় দুর্যোগ ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগে মৃত্যূর সংখ্যা হ্রাসের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহিত বিভিন্ন বাস্তবসম্মত, টেকসই ও যুগোপযোগী পদক্ষেপের কথা তিনি বর্ণনা করেন।


তিনি আরো বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথাযথ রাজনৈতিক দিক নির্দেশনা এবং সরকার ও জন মানুষের দৃঢ় সংকল্পই সমসাময়িককালে বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটি রোল-মডেল হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।


বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com