শিরোনাম
মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলমকে নিউইয়র্কে অভ্যর্থনা
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১০:৪১
মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলমকে নিউইয়র্কে অভ্যর্থনা
নিউইয়র্ক প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলার ইশতেহার ঘোষণার পরিকল্পনাকারী ও নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান লন্ডন থেকে শনিবার নিউইয়র্কে এসে পৌঁছেছেন। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এসময় তাকে প্রবাসীদের পক্ষ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) যুক্তরাষ্ট্রসহ মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল অভ্যর্থনা জানান।


বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক হাজী আনোয়ার হোসেন লিটন এবং সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ শামীম, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকন, প্রকৌশলী সারোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা এম. সারোয়ারসহ প্রবাসী নেতৃবৃন্দ।


সিরাজুল আলম খান মেধাবী ছাত্র হিসেবে শিক্ষাঙ্গনে সুখ্যাতি লাভ করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৩-৬৪ এবং ১৯৬৪-৬৫ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।


তিনি স্বাধীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সালে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামেও পরিচিত। এই উদ্যোগে তার প্রধান সহযোগী ছিলেন আবদুর রাজ্জাক এবং কাজী আরেফ আহমেদ। ১৯৬২-৭১ পর্যন্ত ছাত্র আন্দোলন, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, ১১ দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে তৎকালীন নিউক্লিয়াস।


আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং ‘বিএলএফ’ এবং সামরিক ‘জয়বাংলা বাহিনী’। ৬৯-৭০ সালে গণ আন্দোলনের চাপে ভেঙ্গে পড়া পাকিস্তান শাসনের সমান্তরালে নিউক্লিয়াসের পরিকল্পনা অনুযায়ী গড়ে ওঠে ছাত্র-বিগ্রেড, কৃষক-বিগ্রেড, সার্জেন্ট জহুর বাহিনী।


স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে ‘জয় বাংলাসহ সকল স্লোগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্যগুলোর সংযোজনের কৃতিত্ব নিউক্লিয়াসের। এ পরিকল্পনা গ্রহণে সিরাজুল আলম খানের মুখ্য ভূমিকা ছিল।


দেশে অসুস্থকালীন তার খোঁজ খবর নেয়ার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান। তিনি একমাস নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানা গেছে।


নিউইয়র্ক অবস্থানকালীন তার সাথে যোগাযোগ করা যাবে এই নম্বরে- ৩৪৭-৩২৩-৪৪৭০, ৬৪৬-২৬০-৪২১২, ৭১৮-৮৬৪-৯৫৪৮-৯১৭-৫৪৪-৭২৭১, ৬৪৬-২০৯-৫৮৫১, ৭০২-৪২৭-৩০৭৬, ৭১৮-৯২৬-৫৩৩৮, ৭১৮-৬৭৯-১৪১৭, ৯১৭-৮৩৭-৪৭০০ এবং ৯১৭-৪০০-৪০৬০।


বিবার্তা/খোকন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com