শিরোনাম
সুইডেনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ০৮:৩০
সুইডেনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঐতিহাসিক ১০ জানুয়ারি বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য দিন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুইডেন আওয়ামী লীগ সেদেশের রাজধানী স্টকহোমের ব্রেদেং এর একটি হলে ১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় দলীয় নেতাকর্মিদের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের সভাপতি এএইচএম জাহাঙ্গীর কবির।


সভা পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ হোসেন জুয়েল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের সহসভাপতি জুলফিকার আলী হায়দার। সভায় প্রধান বক্তা ছিলেন সুইডেন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ লিটন।



বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচন সভায় সুইডেন আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সিরাজুল হক রানা, সহ সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি মো. আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সুইডেন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিজান, সুইডেন আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক শেখ ইউসুফ আলী রতন, জহিরুল ইসলাম।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, শ্রম সম্পাদক তারেখ ঘোষ তপন, কার্যকরি পরিষদের সদস্য সিরাজ বেপারী, মহমুদুর রহমান খান মিঠু, মহসিন স্বপন প্রমূখ।


সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আহবানে অস্ত্রহাতে বীর বাঙালি পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে ৯ মাসে যুদ্ধে ৩০লাখ তরতাজা প্রাণ, আড়াই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। কিন্তু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনে স্বজনহারা বীর বাঙালি তাদের প্রিয় নেতা মুজিব ভাই কে স্বদেশের মাটিতে পেয়ে চূড়ান্ত বিজয়ের পূর্ণতা অনুভব করে।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com