শিরোনাম
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডেনমার্কে সভা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৭, ২৩:৫৮
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ডেনমার্কে সভা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। রবিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার সঞ্চালনায় আলোচন সভায় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ডেনমার্ক যুবলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট প্রমুখ বক্তব্য দেন।


বক্তারা বলেন, বাঙালি জাতির চূড়ান্ত মুক্তির জন্যই জাতির পিতা ৭ মার্চ তৎকালিন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে স্বধীনতা ও মুক্তির ঘোষণা দেন। এরপর বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।


তারা বলেন, জাতির পিতাকে গ্রেফতার করে পাকিস্তানের নির্জন কারাগারে নয় মাস অসহনীয় নির্যাতন করেন পাকিস্তনীরা। এমনকি তারা বঙ্গবন্ধুকে ফাঁসি দেয়ার প্রস্তুতি নিয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির জয়গান গেয়েছেন।


দীর্ঘ ৯ মাস প্রাণপণ যুদ্ধ করে দেশ স্বাধীন হয়। কিন্তু বঙ্গবন্ধু তখনো পাকিস্তানের কারাগারে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি যখন বাংলার মাটিতে বঙ্গবন্ধু পৌঁছায় স্বাধীনতার পূর্ণতা আসে।


জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সর্বশক্তি প্রয়োগ করেন। তার আহবানে সাড়া দিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বন্ধু দেশসমূহ দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।


আলোচনা সভায় ফাহমিদ আল মাহিদ, কবির আহমেদ, কোহিনুর আখতার মুকুল, শামসুল আলম চৌধুরী, আব্দুল্লাহ আল জাহিদ, আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, নিহারুল ইসলাম রুম্মান, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, সুমন দাশ, মাহফুজুর রহমান নয়ন, এ কিউ এম হ্যাপী, সবুজ মল্লিক, শাহীন মিয়া, মোকলেসুর রহমান, দেবাশিস বড়ুয়া, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ আরাফাত, শামসুদ্দিন ইয়াকিন, সৈয়দ পাভেল, নাসির রানা, প্রত্যয় সাহা, কাজী হামিদ, রাইসুল রাহান, মোহাম্মদ শহীদ, মিজানুর রহমান, সুমন বিশ্বাস, কানাই পোদ্দার, মাইনুল হাসান, হুমায়রা আখতার জাসিয়া, লিন্ডা হাসান, জাহেদুর রহমান, অমিত বড়ুয়া, মাকসুদুল হাসান, মাহিদ আহসান উজ্জামান, সরওয়ার আলম, সাইফুল ইসলাম সোহাগ, আরাফাত আহমেদ, মোক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিদ্যুৎ/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com