শিরোনাম
ডেনমার্কে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৭, ০৯:২৪
ডেনমার্কে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
ইফতেখার সম্রাট, কোপেনহেগেন
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডেনমার্ক ছাত্রলীগের উদ্যোগে গত ৭ জানুয়ারি কোপেনহেগেনের এক হলে আনন্দ উৎসব উদযাপিত হয়। ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাটের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইরফান হাসান হিমেমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, বিশেষ অতিথি ডেনমার্ক যুবলীগের সাধারণ সম্পাদক, কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক নেতা আমির হোসেন জীবন, মোহাম্মদ ইউসুফ, জাহাঙ্গীর আলম ও প্রধান বক্তা ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ঢামেকসু ভিপি ড. বিদ্যুৎ বড়ুয়া।


অনুষ্ঠানে মুঠো ফোনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।


অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত ও বাংলাদেশ ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী দিনের অর্থনৈতিক স্বনির্ভর সোনার বাংলা গঠনে ছাত্রলীগের প্রতিটি কর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর গড়া বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষডযন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। কোন অপশক্তি বাংলাদেশের অর্জনকে নষ্ট করতে পারবে না। বাংলাদেশ ছাত্রলীগ নিরক্ষরমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে প্রতিশ্রূতি দেন।


এছাড়া বক্তব্য দেন হিল্লোল বড়ুয়া, রেজাউল করিম, তাসনুভা বিনতে দিশা ও শাওন বড়ুয়া। উপস্থিত ছিলেন আবুল আল জাহিদ, ফাহমিদ আল মাহিদ আহসান উজ্জামান, সরওয়ার আলম, সাইফুল ইসলাম সোহাগ, আরাফাত আহমেদ, মোক্তার হোসেন জুয়েল, কাজী হাসনাত, মো. মুন্না, শেখ সাগর, মাসুদ রানা, মাহমুদ জামশেদ, রিভু বড়ুয়া, সুবীর, রিয়াদসহ অনেকে। পরিশেষে কেক কাটা হয়।


বিবার্তা/সম্রাট/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com