শিরোনাম
সৌদিতে বাংলাদেশী দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ২৩ মার্চ ২০২১, ০৮:৪৮
সৌদিতে বাংলাদেশী দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবে বাংলাদেশী দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। তাৎক্ষণিক নিহতের পরিচয় প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।


শনিবার (২০ মার্চ) রাতে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশী দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রামদা, ছুরি জাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশী।


ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সৌদি আরবে বসবাসরত অন্যান্য দেশের নাগরিকরা কখনোই নিজেরা কোনো গ্রুপ বা সংঘ গড়ে তোলে না। এ রকম কোনো মারামারিতেও জড়ায় না। অথচ বাংলাদেশিরা ব্যাঙের ছাতার মতো উপজেলা ও জেলাভিত্তিক সংগঠন গড়ে তুলেছে। এসব সংগঠনের কারণেই মাঝে মাঝেই তাদের মধ্যে উগ্রতা লক্ষ্য করা যায়।


সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশীদের এ সকল সংঘর্ষের কারণে দেশটির নাগরিকদের কাছে এবং সরকারের কাছে প্রবাসীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com