শিরোনাম
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশীসহ ৪৯ শ্রমিক আটক
প্রকাশ : ০১ মার্চ ২০২১, ০৮:৫৪
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশীসহ ৪৯ শ্রমিক আটক
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১২ বাংলাদেশীসহ ৪৯ বিদেশি শ্রমিককে আটক করেছে পুলিশ।


দেশটির অভিবাসন বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণকাজের সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।


আটকদের মধ্যে ২৩ রোহিঙ্গা, ১৪ ইন্দোনেশিয়ান ও ১২ বাংলাদেশী শ্রমিক রয়েছেন।


উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশপ্রধান নুরজাইনি মোহাম্মদ নুর বলেছেন, করোনার বিস্তার রোধে নির্মাণ শ্রমিকরা এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানের সময় বৈধ কাগজপত্র না থাকায় ৪৯ বিদেশিকে আটক করা হয়। এ ছাড়া তাদের কাছে করোনার পরীক্ষার কাগজও নেই।


এদিকে শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com