শিরোনাম
কানাডার সড়কে ৩ বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:১০
কানাডার সড়কে ৩ বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- আদিত্য নোমান, আরানুর আসাদ চৌধুরী ও রসুল বাঁধন। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির অনেকেই নিহত তিনজনকে আল নোমান আদিত্য, রসুল বাধন এবং অরণ্য আজাদ চৌধুরী নামের ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে তাদের ছবি প্রকাশ করেছেন।


আরসিএমপি জানায়, কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে উইনিপেগের আরবোর্গ সংলগ্ন হাইওয়ে সেভেনে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনজন প্রাণ হারান। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান।


অপর গাড়ির চালক ৫৩ বছর বয়সী এক নারীকে আশংকাজনক অবস্থায় উইনিপেগের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ বিষয়ে বাংলাদেশী কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com