শিরোনাম
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রবাসী মুক্তিযোদ্ধারা
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৩
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন প্রবাসী মুক্তিযোদ্ধারা
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।


সোমবার ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেক্ট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী। একে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ বলেছে সরকার।


এ সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বুধবার প্রবাসে থাকা মুক্তিযোদ্ধারা এক যুক্ত বিবৃতিতে বলেন, নানা প্রতিবন্ধকতা নিয়ে শেখ হাসিনার এ প্রয়াস একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি সহানুভূতিরই অনন্য প্রকাশ। আর এভাবেই বাংলাদেশের আপামর জনগোষ্ঠির জীবনমানের সামগ্রিক কল্যাণে জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নীরব বিপ্লব চলছে, এর পক্ষে প্রবাসীদেরকেও ঐক্যবদ্ধ থাকতে হবে।


বিবৃতিতে বলা হয়, ইলেক্ট্রনিক সিস্টেমে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের ব্যবস্থাটি যুগান্তকারি একটি অধ্যায়। তবে আমরা যারা প্রবাসে রয়েছি তাদের মোবাইলে সেটি স্থানান্তর করা সম্ভব কিনা ভাবা যাতে পারে। তাই প্রবাসীদের ভাতা যথারীতি ব্যাংক অ্যাকাউন্টে দেয়া অথবা প্রবাসী মুক্তিযোদ্ধাদের মনোনীত ব্যক্তির মোবাইলে দেয়া যেতে পারে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com