শিরোনাম
প্রতারণার অভিযোগে স্পেনে বাংলাদেশী গ্রেফতার
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২১, ০৮:৩৪
প্রতারণার অভিযোগে স্পেনে বাংলাদেশী গ্রেফতার
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবৈধ শ্রমিকদের বৈধ করে দেওয়ার প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে স্পেনে লিটন আরিফুজ্জামান ভূঁইয়া (৪৪) নামে এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।


লিটন আরিফুজ্জামান ঢাকা কেরাণীগঞ্জের বাসিন্দা। স্পেনের পালমা দে মাইয়রকা শহর থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ কর্মকর্তারা।


দেশটির জাতীয় দৈনিক ‘উলতিমা ওরা’ শনিবার এক প্রতিবেদনে খবর প্রকাশ করে, পুলিশের তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে অবৈধ শ্রমিকদের বৈধ করে দেওয়ার প্রলোভন দিয়ে বিনা পারিশ্রমিকে কাজে রেখে মানসিক নির্যাতন করতেন লিটন। অবৈধ বসবাসকারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কাজে রেখে ঘণ্টায় এক ইউরো থেকে দুই ইউরো হিসেবে বেতন দিতেন, অনেকের কাজের বেতন পরিশোধ করতেন না।


পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, লিটন বহুদিন থেকে অবৈধ ব্যবসাসহ স্পেন সরকারকে কর ফাঁকি দিয়ে আসছেন। তিনি একজন মানব পাচারকারী। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ ঘুরিয়ে অবৈধভাবে স্পেনে লোক নিয়ে আসতেন। তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা বৈধ করার কথা বলে নিতেন এবং সেই টাকা আত্মসাৎ করতেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com