শিরোনাম
যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ১০:২৫
যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশী চিকিৎসকের মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. মুস্তাফিজুর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশী চিকিৎসক মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় ওই রাজ্যের হার্টফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


করোনা সংক্রমণের পর থেকে দীর্ঘ এক মাস তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় বাংলাদেশী কমিউনিটি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ডা. মুস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কানেকটিকাটের সাউথ উইন্ডজোর শহরে বসবাস করতেন। তিনি হার্টফোর্ড হাসপাতাল ও ইস্ট হার্টফোর্ডের সাফা মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী লুলু রহমান ও ছেলে রাইদসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।


শনিবার (৯ জানুয়ারি) দুপুর ১টায় কানেকটিকাটের ইনফিল্ডের মুসলিম কবরস্থান মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখানেই মরদেহ দাফন করা হবে বলে কানেকটিকাট প্রবাসী গোলাম আহমেদ জানিয়েছেন।


প্রয়াত ডা. মুস্তাফিজুর রহমান লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্র থেকে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন। তার দেশের বাড়ি ময়মনসিংহে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com