শিরোনাম
জার্মানিতে দুই গাড়ির সংঘর্ষে বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২০, ০৮:৩০
জার্মানিতে দুই গাড়ির সংঘর্ষে বাংলাদেশী শিক্ষার্থীর মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের হালে শহরে দুটি গাড়ির সংঘর্ষে সিফাতুল ইসলাম সিফাত নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


গত শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় রাতে হালে শহরের স্টার পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, আরো তিন সহকর্মীর সঙ্গে কর্মস্থল থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন সিফাত। তাদের বহনকারী গাড়িটি স্টার পার্ক এলাকায় পৌঁছালে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে রিফাতদের বহনকারী গাড়িটির ছাদ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রিফাত। গুরুতর আহতাবস্থায় আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়।


দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।


সিফাত নোর্ডহাউসেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সে রিনুয়েবল এনার্জি সিস্টেম বিষয়ে স্নাতকোত্তর পড়ছিলেন। তার বাড়ি ঢাকার বাসাবোয়, বাবার নাম আব্দুল মতিন।


জার্মানিতে সিফাতের সহপাঠী সামিউল ইসলাম জানান, উচ্চতর ডিগ্রি নিতে ২০১৯ সালে জার্মানি এসেছিলেন সিফাত। তাকে হারিয়ে শোকে বিহ্বল জার্মানি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com