শিরোনাম
মোটরসাইকেল দুর্ঘটনায় সাইপ্রাসে বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২০, ১৫:২২
মোটরসাইকেল দুর্ঘটনায় সাইপ্রাসে বাংলাদেশীর মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাইপ্রাসের নিকোশিয়ার পালোরোত্তিসা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রঞ্জিত সাহা ওরফে কিং প্রিস্টলি সাহা নামে এক বাংলাদেশী মারা গেছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।


জানা গেছে, রঞ্জিত সাহার বাড়ি কুমিল্লার বাঁদুর তলায়। কামদা প্রাসাদ সাহা ও সুমিতা চৌধুরীর একমাত্র সন্তান রঞ্জিত সাহা। মৃতের পিতা পেশায় কুমিল্লা সরকারি মেডিকেলের কলেজের শিক্ষক, মা কুমিল্লা সিটি কলেজের প্রভাষক।


প্রায় ৩ বছর আগে মা-বাবার অমতেই সাইপ্রাস আসেন রঞ্জিত সাহা। আমেরিকান কলেজের ছাত্র ছিলেন তিনি।


পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি থেকে অভিমান করেই সাইপ্রাস পাড়ি দেওয়ার পর আর দেশে যাননি তিনি। একমাত্র আদরের সন্তানকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছেন বাবা-মা।


প্রত্যক্ষদর্শী বাংলাদেশী আজমল হোসেন জানান, পালরত্তিসা লিডল সুপার মার্কেটের পরের একটা সাইড রোড থেকে কেনেডি এভিনিউতে উঠে ডানে যায়।


তিনি বলেন, বাম দিকে তাকিয়ে দেখি লিডলের কাছে মানুষের ভিড়, আবার কিছুটা পোড়া গন্ধও আসছে। কাছে গিয়ে ভিড় ঠেলে ভেতরে যেতেই দেখি কে যেন রাস্তায় পড়ে আছে, কেউ পুলিশ, কেউ অ্যাম্বুলেন্স কল করছে। হেলমেট খোলার পর তাকে শনাক্ত করতে পারি।


এদিকে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সময় চলন্ত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন এক বাংলাদেশি যুবক।


পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত নয়টার দিকে সায়েম শাহরিয়ার (২৪) লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হাঁটছিলেন। সড়কের ৪১ নম্বর প্রস্থান পথের কাছাকাছি নিসান সেন্ট্রার দ্রুতগামী নিসান সেন্ট্রা গাড়ি তাকে তাকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়।


নিউইয়র্কের রনকনকোমা লেকের বাসিন্দা বাংলাদেশী যুবক সায়েম শাহরিয়ার (২৪) একাধিক শারীরিক ও মানসিক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। গাড়িরচালক আহত হননি। ঘটনাস্থলে একটি যানবাহন সুরক্ষা পরীক্ষার পর চালককে ছেড়ে দেয়া হয়। দুর্ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com