শিরোনাম
সাংসদ কর্তৃক মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ
প্রকাশ : ২৮ আগস্ট ২০২০, ০৯:১৯
সাংসদ কর্তৃক মুক্তিযোদ্ধা লাঞ্ছিতের ঘটনায় নিউইয়র্কে প্রতিবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামে বাঁশখালিতে, মৃত মুক্তিযোদ্ধাকে শেষ সম্মান হিসেবে ফ্ল্যাগ স্যালুট দিতে বাঁধা দেয় স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রতিবাদে করা এক মানববন্ধনে হামলা চালিয়ে সেখানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মারধর করেন ওই সাংসদ। এরই প্রতিবাদে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড আয়োজন করেছিলো এক প্রতিবাদ সমাবেশের।


স্থানীয় সময় মঙ্গলবার জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে ওই সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলো যে দলটি তাদেরই একজন সাংসদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের মারধরের ঘটনাটি জাতির জন্য কলঙ্ক জনক অধ্যায়। তারা অবিলম্বে ওই সংসদ সদস্যকে বহিষ্কার এবং তাকে গ্রেফতারের দাবী জানান।


অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট ডা. ফেরদৌস খন্দকার। এরপর সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সাংসদ ইউএসএ’র কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বাতেন বক্তব্য রাখেন।


তিনি বলেন, যে মুক্তিযোদ্ধারা নিজের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলো, তাদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা দেশ বিরোধী ষড়যন্ত্রেরই বহি:প্রকাশ। অবিলম্বে এর প্রতিকারের পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


প্রতিবাদ সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গাজী গোলাম সারোয়ার, মোহাম্মদ নুরুজ্জামান, সায়েদুর রহমান, আলমগীর ভূঁইয়া, মোহাম্মদ নসরুল হক, মোহাম্মদ আব্দুল হাই, ইসমাইল খান আনসারী সহ আরো অনেকে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com