শিরোনাম
শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে শোক দিবস পালিত
প্রকাশ : ১৬ আগস্ট ২০২০, ১৪:০২
শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে শোক দিবস পালিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিউইয়র্কে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।


দিনটি উপলক্ষে স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) জ্যামাইকার ক্যাপ্টেন টিলি পার্কে শিশু-কিশোরদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ সময় শোকাবহ আগষ্ট নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির চেয়ারমান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বাতেন, প্রেসিডেন্ট ডা. ফেরদৌস খন্দকার, সাধারণ সম্পাদক আলামিন বাবুসহ অন্যান্যরা।


এ সময় বক্তারা যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর অন্যতম হত্যাকারী রাশেদ চৌধুরীকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকরের আহবান জানান।


অনুষ্ঠানে কি-নোট পাঠ করেন সংগঠনের সাহিত্য সম্পাদক কামাল হোসেন মিঠুসহ নতুন প্রজন্মের তিন কিশোর-কিশোরী।


পঁচাত্তরের সেই কালো রাতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শিশু রাসেলের নির্মম হত্যাকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য দেয় নিউইয়র্ক প্রবাসী কিশোর সাইফ উল্লাহ।


শিশু রাসেলের হত্যাকারীদের যারাই এখনো জীবিত আছে তাদের অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি যারাই এই হত্যাকারীদের হয়ে সাফাই গাইবে, তাদের বিরূদ্ধে রুখে দাড়াবার শপথ নেন উপস্থিত কিশো- কিশোরীরা।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com