শিরোনাম
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশী সাত দিনের রিমান্ডে
প্রকাশ : ১২ জুন ২০২০, ২০:০৫
মালয়েশিয়ায় ১২ বাংলাদেশী সাত দিনের রিমান্ডে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার পেনাংয়ের একটি সবজি খামারে সহকর্মীকে হত্যার অভিযোগে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) তাদেরকে জালান আরা কুদা এলাকা থেকে গ্রেফতার করা হয়।


সেবেরাং পেরাই উতারা জেলার পুলিশ প্রধান এসিপি নুরজাইনি মোহাম্মদ নুর জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ আব্দুল লতফির (৫৯) মৃতদেহ বুধবার সকাল ৭টায় উদ্ধার করা হয়। তার দেহে আঘাতের চিহ্ন ছিল।


তিনি বলেন, মঙ্গলবার রাতে ভিক্টিম তার নিয়োগকর্তার বাড়িতে শ্রমিকদের মজুরির অর্থ সংগ্রহ করতে গিয়েছিলেন। তার গতিবিধি সম্পর্কে জানতো সন্দেহভাজনরা।


পুলিশের এই কর্মকর্তা জানান, মোহাম্মদ আব্দুলের মৃতদেহ উদ্ধারের সময় মালিকের কাছ থেকে নেওয়া চার হাজার রিঙ্গিত (মালয়েশীয় মুদ্রা) পাওয়া যায়নি। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com