শিরোনাম
সৌদিতে করোনায় লক্ষ্মীপুরের এক ব্যক্তির মৃত্যু
প্রকাশ : ১১ জুন ২০২০, ০৮:৩৩
সৌদিতে করোনায় লক্ষ্মীপুরের এক ব্যক্তির মৃত্যু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সৌদি আরবে করোনায় লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ শরীফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন দিন ধরে সৌদি আরবের রিয়াদে সর্দি, জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভোগার পর মঙ্গলবার (৯ জুন) রাতে তার মৃত্যু হয়।


দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাফর আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত মোঃ শরীফ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গাইয়ার চর গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা।


জানা গেছে, মোঃ শরিফ গত ১৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরের একটি হোটেলে চাকরি করতেন। গত ৩দিন যাবৎ তিনি জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে গতকাল রাতে সৌদি আরবের রিয়াদ শহরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। বর্তমানে তার লাশটি রিয়াদ শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।


উল্লেখ্য, গত ৩দিনে সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে রায়পুর উপজেলার ৩ জন মৃত্যুবরণ করেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com