শিরোনাম
করোনায় সৌদিতে ২৬৪ বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ১০ জুন ২০২০, ১২:০১
করোনায় সৌদিতে ২৬৪ বাংলাদেশীর মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় সৌদি আরবে এখন পর্যন্ত ২৬৪ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে জেদ্দা অঞ্চলে ১৬৪, রিয়াদ অঞ্চলে ১০০ জন। চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১১ হাজার।


মঙ্গলবার (৯ জুন) রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের থেকে এসব এ তথ্য জানা গেছে।


এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গত ৫ জুন হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় যাওয়ার প্রবেশপথ বন্দরনগরী জেদ্দায় নতুন করে লকডাউন ঘোষণা করে সৌদি আরব। লকডাউনের পাশাপাশি বিকাল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউও থাকবে। সেখানে মসজিদগুলোতে নামাজ স্থগিত করা রয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি কর্মজীবীদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


এ বছর সীমিত পরিসরে হজ আয়োজনের পরিকল্পনা সৌদি আরবের। আগ্রহীদের বাড়তি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। সে পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল অনুমতি মিলবে। তবে বয়স্কদের জন্য এবার হজ পালনের সুযোগ থাকছে না।


প্রসঙ্গত, সৌদি আরবে এখন পর্যন্ত ১ লাখ ৮৫৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত ৭৩০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৬ হাজার ৩৩৯ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com