শিরোনাম
মালয়েশিয়ায় ২৪ এপ্রিল থেকে শুরু পবিত্র মাহে রমজান
প্রকাশ : ২২ এপ্রিল ২০২০, ২১:৩৭
মালয়েশিয়ায় ২৪ এপ্রিল থেকে শুরু পবিত্র মাহে রমজান
শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে
প্রিন্ট অ-অ+

রহমত-মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রমজানের চাঁদ দেখা গেলে মালয়েশিয়ায় ২০২০ সালের রমজানের প্রথম রোজা পালন হবে ২৪ এপ্রিল।


ইসলামের রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভরশীল আরবি মাস। চাঁদ দেখার মাধ্যমেই সারাবিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন। আকাশ গবেষক ও জ্যোতির্বিজ্ঞানীরা যাই বলুক না কেন, মুসলিম বিশ্ব চাঁদ দেখেই পালন করবেন পবিত্র রমজান মাসের রোজা। এটাই ইসলামের নীতি। চান্দ্রবর্ষ হওয়ায় আরবি বছরের মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জিতে এখন শাবান মাস চলছে। এর পরের মাসটিই হচ্ছে রমজান।


যেহেতু রমজানের রোজা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ২৮ শাবান (২৩ এপ্রিল) যদি রমজানের চাঁদ দেখা যায় তবে ২৩ তারিখ তারাবিহ পড়ে ভোর রাতে সেহরি খেতে হবে। ২৪ এপ্রিল হবে মালয়েশিয়ায় রমজানের প্রথম রোজা।


পবিত্র মাহে রমজানকে সামনে রেখে স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশীরাও নিচ্ছেন প্রস্তুতি। তবে প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের কারণে পুরো মালয়েশিয়া এখন লকডাউনের আওতায়। যার ফলে এ বছর সকলকে তারাবী আদায় করতে হবে যার যার বাসায়। এ বছর আগত রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয়ে বিগত বছর গুলোর মত নেই কোনো জনসমাগম। কোভিড-১৯ এর কারণে বাংলাদেশীরা এখন কর্মহীন হয়ে পড়ায় দেখা দিয়েছে আর্থিক সংকট। যার ফলে প্রবাসীদের বিশাল একটা অংশ এখন ভুগছেন খাদ্য সংকটে।


আগত রমজানকে সামনে রেখে তাদের মাঝে বিরাজ করছে গভীর উৎকণ্ঠা। এবারের রমজানে পরিবারের জন্য টাকা পাঠাতে না পারার জন্য অনেকেই ভুগছেন গভীর হতাশায়। বাংলাদেশী অধ্যুষিত এলাকা গুলোতে তাদের নিজ উদ্যোগে গড়ে উঠা সুরাও (পাঞ্জেগানা মসজিদ) গুলোতে এবার তারাবী আয়োজনে হবে না ভেবেও অনেকের মন খারাপ।


আগত রমজানকে সামনে রেখে প্রায় সকলেরই একটা চাওয়া, রহমত-মাগফিরাত ও নাজাতের এ মাসের উছিলায় মহান আল্লাহ যেন সমস্ত পৃথিবীর থমকে যাওয়া চাকা আবার ঘুরিয়ে দেন এবং শান্তি ফিরিয়ে দেন।


উল্লেখ্য, প্রত্যেক বছরই রাজধানী কুয়ালালামপুরসহ সমগ্র মালয়েশিয়া জুড়ে প্রবাসী বাংলাদেশীদের উদ্যেগে অনুষ্ঠিত হতো কয়েকশ তারাবীর জামাত।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com