শিরোনাম
সিঙ্গাপুরে ২৯২২ বাংলাদেশীর করোনা শনাক্ত
প্রকাশ : ২০ এপ্রিল ২০২০, ০৯:৩৭
সিঙ্গাপুরে ২৯২২ বাংলাদেশীর করোনা শনাক্ত
প্রবাস খবর
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুরে নতুন করে ৫৯৬ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩২১ জনই বাংলাদেশী। রবিবার (১৯ এপ্রিল) ৩২১ জনসহ এখন পর্যন্ত দেশটিতে মোট ২ হাজার ৯২২ বাংলাদেশী আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।


সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫৮৮ জন৷ ১৯ এপ্রিল আরো ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এ নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৬৮ জন।


এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ১১ জনের মৃত্যু হয়েছে৷ তবে করোনা পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরো দুইজনের মৃত্যু হয়েছিল।


২ হাজার ৯২১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন৷ এর মধ্যে ২২ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে৷ ২ হাজার ৮৮৮ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ায় তাদেরকে আলাদা রাখা হচ্ছে৷


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com