শিরোনাম
সিঙ্গাপুরে আরো ৩২১ বাংলাদেশী করোনা আক্রান্ত
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২০, ২২:৪৭
সিঙ্গাপুরে আরো ৩২১ বাংলাদেশী করোনা আক্রান্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুরে নতুন করে ৫৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩২১ জনই বাংলাদেশী। এ নিয়ে দেশটিতে মোট ২৯২২ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।


রবিবার (১৯ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৫৮৮ জন৷১৯ এপ্রিল আরো ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৷ এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৬৮ জন।


এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এগারজনের মৃত্যু হয়েছে৷ তবে করোনাভাইরাস পজিটিভ রেজাল্ট পাবার আগেই আরো দুইজনের মৃত্যু হয়েছিল।


সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল S11 ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে মোট ১৩ টি ডরমেটরিকে আইসোলেশন হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এসব ডরমেটরিগুলোতে সরকারের পক্ষ থেকে তিনবেলা খাবার,বিনামূল্যে ইন্টারনেট ও সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। এমনকি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বাসায় থাকলে সব শ্রমিক সময়মতো তাদের বেতন পাবেন৷


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com