শিরোনাম
কোয়ারেন্টিনে থাকা ৩৯৯ প্রবাসীকে খাদ্য সরবরাহ করেছে বাংলাদেশ দূতাবাস
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২০, ১৪:৪১
কোয়ারেন্টিনে থাকা ৩৯৯ প্রবাসীকে খাদ্য সরবরাহ করেছে বাংলাদেশ দূতাবাস
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রেডজোন মেনারা সিটি ওয়ানে হোম কোয়ারেন্টিনে থাকা ৩৯৯ বাংলাদেশীকে খাদ্য সরবরাহ করেছে বাংলাদেশ হাইকমিশন।


গত ৩১ মার্চ মেনারা সিটি ওয়ানে করোনা শনাক্তের পর পুরো ভবনটি লকডাউন করা হয়। গতকাল বুধবার (১৫ এপ্রিল) কুয়ালালামপুরে মেনারা সিটি ওয়ানে কোয়ারেন্টিনে থাকা ৩৯৯ বাংলাদেশীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় বাংলাদেশ হাইকমিশন।


হাই কমিশনের শ্রম শাখার দ্বিতীয় সচিব ফরিদ আহমেদ জানান, চলমান মুভমেন্ট কন্ট্রোলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশীদের সুবিধার্থে মালয়েশিয়া সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে হাইকমিশন।


তিনি বলেন, প্রথম থেকেই আমরা হাইকমিশনার মুহ. শহীদুল ইসলামের নির্দেশে মালয়েশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশীদের সহায়তা করার বিষয়ে যোগাযোগ করেছি। বাংলাদেশীদের সহায়তার জন্য আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে ইতোমধ্যে চারটি বৈঠকে অংশ নিয়েছি। আমরা খুব খুশি যে মালয়েশিয়া ও বাংলাদেশ সরকার সহায়তার জন্য একত্রে কাজ করছে।


এদিকে, শুধু মেনারা সিটি ওয়ান নয়, আরো দুটি ভবন সেলাঙ্গর ম্যানশন ও মালায়া ম্যানশনে কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশীদের পর্যায়ক্রমে খাদ্য সরবরাহ করা হবে বলে জানান হাইকমিশন সংশ্লিষ্টরা। এছাড়া মুভমেন্ট কন্ট্রোলে থাকা সকল বাংলাদেশী কর্মীদের খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ হাইকমিশন।


বিবার্তা/আরিফুজ্জামান/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com