শিরোনাম
করোনায় প্রবাসীর মৃত্যু হলে পরিবার পাবে ৩ লক্ষ টাকা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২০, ২১:০০
করোনায় প্রবাসীর মৃত্যু হলে পরিবার পাবে ৩ লক্ষ টাকা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় আক্রান্ত হয়ে কোনো প্রবাসীর মৃত্যু হলে প্রত্যেকের পরিবারকে তিন লক্ষ টাকা দেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।


বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন প্রবাসীখাত। বিশ্বের প্রায় ১৭০ দেশে কর্মরত প্রায় সোয়া কোটি বাংলাদেশির বেশিরভাগ কর্মহীন-অসহায়।করোনার কারণে ইতোমধ্যেই দেশে ফেরা কর্মীরাও লকডাউনের শিকার।


অপরদিকে, লাখ লাখ বাংলাদেশি কর্মীকে ফেরত আনার তাগিদ দিয়েছে বিভিন্ন দেশ। এ অবস্থায় প্রবাসীকল্যাণ মন্ত্রী জানিয়েছেন, দেশে ফিরে আসা কর্মীদের কোয়ারেন্টিন নিশ্চিত করার পর পুনরায় কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি তাদের ঋণ সহায়তা দেয়া হবে।


মন্ত্রী বলেন, যারা যারা বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের পরিবারকে ৩ লাখ টাকা দেব।


তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রবাসে কোনো শ্রমিকের মৃত্যু হলে তিন লাখ টাকা দেয়ার ঘোষণা আগেই ছিল। এ অবস্থায় একজন কর্মীর মৃত্যুতে মাত্র তিন লাখ টাকার সহায়তা অপ্রতুল বলে মন্তব্য তাদের।


সিনিয়র গবেষক ড. জালাল উদ্দিন বলেন, প্রবাসী যারা মারা গেছেন তাদের আগেই তিন লাখ টাকা দেয়া হত। টাকার পরিমাণ আরো বাড়ানো উচিৎ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com