শিরোনাম
সারা বিশ্বে ৯০ বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৪:২৮
সারা বিশ্বে ৯০ বাংলাদেশীর মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে বিশ্বের ৯টি দেশে এখন পর্যন্ত ৯০ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ৫৬ জন। এছাড়া দেশটিতে আরো ২০০ বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্ধা।


যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি বাংলাদেশী মারা গেছে যুক্তরাজ্যে। নতুন করে ৮ বাংলাদেশীর মৃত্যুর ফলে সেখানে বাংলাদেশীর সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।


এছাড়া সৌদি আরবে ও ইতালিতে ৩ জন, কাতারে ২ এবং স্পেন, সুইডেন, লিবিয়া ও গাম্বিয়ায় একজন করে বাংলাদেশী মারা গেছেন। এনিয়ে প্রবাসে মোট ৮৪ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। যার সাথে বাংলাদেশে মৃত ৬ জনের হিসেব করলে মৃতের সংখ্যা মোট ৯০ জনে দাঁড়ায়।


প্রসঙ্গত, বিশ্বের এখন পর্যন্ত অর্ধলক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভয়ঙ্কর করোনা। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী এতে সবমিলিয়ে মারা গেছেন ৫৩২১৬ জন। আর আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৮৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ১০ হাজার মানুষ।


এদিকে করোনা ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু ও ৬১ জন আক্রান্ত হয়েছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com