শিরোনাম
কাতারে করোনায় বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ১৫:২৯
কাতারে করোনায় বাংলাদেশীর মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে ৫৭ বছর বয়সী এক বাংলাদেশী মারা গেছেন।


শনিবার (২৮ মার্চ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১৬ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। সর্বোচ্চ চিকিৎসা দেয়ার পরও অন্যান্য জটিল রোগ থাকায় তিনি মারা যান।


কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, এটা দুর্ভাগ্যজনক। এটি কাতারে প্রথম মৃত্যু।করোনাভাইরাসের কারণে কাতারে সুপ্রিম কমিটি ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট গঠন করা হয়েছে এবং তারা আমার সঙ্গে এ বিষয়ে গতকাল যোগাযোগ করেছে এবং আজ তাদের সঙ্গে আমার বৈঠকের কথা আছে।


তিনি জানান, কাতারের বর্তমানে ৫৯০ জন আক্রান্ত এবং ৪৩ জন সুস্থ হয়েছে। কাতার কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com