শিরোনাম
স্পেনে ৩২ বাংলাদেশী করোনায় আক্রান্ত, আতঙ্কে প্রবাসীরা
প্রকাশ : ২৪ মার্চ ২০২০, ২৩:১৯
স্পেনে ৩২ বাংলাদেশী করোনায় আক্রান্ত, আতঙ্কে প্রবাসীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্পেনে ৩২ বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে চরম আতঙ্ক দেখা দিয়েছে ত্রিশ হাজার প্রবাসী বাংলাদেশিদের মাঝে।


দেশটিতে প্রায় ৭ কোটি মানুষ গৃহবন্দি। তাদের মধ্যে রয়েছেন প্রবাসীরাও। বাইরে বেরুলেই জেল-জরিমানার ঘোষণা দেয়া হয়েছে। এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিরা থাকা-খাওয়ার ব্যয় নির্বাহ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। এরই মধ্যে ৩২ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।


ইতিমধ্যে করোনা ভাইরাসে দেশটিতে মারা গেছে ২ হাজার ৬৯৬ জন এবং আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৬৭৩ জন।



করোনাভাইরাসের তাণ্ডব ইউরোপের দেশটিতে দিন যত যাচ্ছে ততই বেড়ে চলছে। দেশজুড়ে লকডাউন জারি করায় দেশটির কোটি কোটি মানুষ গৃহবন্দি। বন্ধ করে দেয়া হয়েছে দেশের সব ধরনের মদের বার, দোকান-পাট, শিক্ষা-প্রতিষ্ঠান অফিস আদালত। তবে ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দোকান ও সুপারশপ খোলা রয়েছে।


দেশটিতে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে সরকার। প্রত্যেকদিন নতুন করে কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় দেশটির হাসপাতালগুলোতে ঠাই হচ্ছে না রোগীদের। এমন পরিস্থিতিতে মাদ্রিদের বেশ কয়েকটি শপিংমলকে অস্থায়ী হাসপাতালে রূপ দেয়া হয়েছে।


বিবার্তা/কবির আল মাহমুদ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com