শিরোনাম
প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিল কাতার
প্রকাশ : ১১ মার্চ ২০২০, ১৮:১১
প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিল কাতার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশ থেকে আগত কর্মীদের কাতারে প্রবেশ সাময়িকভাবে আরোপিত নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এ সময় কারো ভিসার (কাতার আইডি) মেয়াদ শেষ হলেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর কাতারে প্রবেশে তাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন তিনি।


আসুদ আহমেদ জানান, যেসব কর্মী ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের চাকরির নিশ্চয়তা দেওয়ার বিষয়ে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে রাষ্ট্রদূতরা গুরুত্ব আরোপ করেছেন।


এর পরিপ্রেক্ষিত বর্তমানে যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদেরকে নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষ/কোম্পানি বা কফিলের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য আবারো অনুরোধ করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। এছাড়া কাতারে বাংলাদেশি কোনো নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হলে দূতাবাসকে (৩৩৬৬ ২০০০) তাৎক্ষণিকভাবে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com