শিরোনাম
এবার ইতালিতে এক বাংলাদেশী করোনা আক্রান্ত
প্রকাশ : ০৪ মার্চ ২০২০, ১৭:৩৪
এবার ইতালিতে এক বাংলাদেশী করোনা আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিঙ্গাপুরের পর এবার ইতালির মিলানে বসবাসরত এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৪ মার্চ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।


ইতালিতে প্রতি ঘণ্টায় ৩০ জন করে করোনাভাইরাস রোগী ধরা পড়ছে। এ প্রেক্ষাপটে অন-আর‌্যাইভাল ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ভিসা আবেদনের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট দেয়া বাধ্যতামূলক করেছে সরকার।


গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজারের বেশী মানুষ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com