শিরোনাম
‘সংবাদকর্মীরা জাতির জাগ্রত বিবেক’
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:৪২
‘সংবাদকর্মীরা জাতির জাগ্রত বিবেক’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক।আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে, এমন মন্তব্য করেছেন এক সময়ের সাংবাদিক ও পেশাদার কূটনীতিক মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহ.শহীদুল ইসলাম।


মঙ্গলবার (৭ জানুয়ারি) মালয়েশিয়ায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।


সংবাদের বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরে হাইকমিশনার মুহ.শহীদুল ইসলাম বলেন, 'সংবাদ সাজানো বা উপস্থাপনার ক্ষেত্রে তথ্যের সত্যতা, শব্দ প্রয়োগ এবং বস্তুনিষ্ঠতা খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ'র যারা প্রতিনিধিত্ব করছেন তাদের রাষ্ট্রের প্রতি দায়িত্ব অনেক বেশি। এ দায় শোধ করতে হয় জনগণকে বিভ্রান্ত না করে, সার্বভৌমের ক্ষতি না করে, নিরাপত্তা বিঘ্নিত না করে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রেখে।'


তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে খুব সচেতনতার সঙ্গে উপস্থাপন করার অনুরোধ করেন।


তিনি মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উদাহরণ দিয়ে বলেন, 'সকল সম্পর্কে চিড় ধরবে যদি সংবাদে এমন তথ্য প্রকাশ করা হয়। এর ফলে মালয়েশিয়ায় বসবাসকারি বাংলাদেশের নাগরিকরা বিপদে পড়তে পারে। প্রবাসে থেকে সংবাদকর্মী হওয়া খুব কঠিন কাজ। অন্তরের টান না থাকলে তা সম্ভব নয়।'


‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি প্রবাসীরা। তাদের অবদান ভোলার নয়। প্রবাসীদের পাঠানো অর্থে দেশের অর্থনীতি সমৃদ্ধ। তাই সরকারও প্রবাসীদের সবসময় সম্মান দেখিয়ে থাকে।'


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, 'প্রবাসীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা, অসুবিধা ও সমস্যা সমাধান করার জন্য হাইকমিশন কাজ করছে। সরকার প্রবাসীদের জন্য আলাদা সার্ভিস ভবন দিয়েছে যেখানে একসাথে ৩ হাজার লোকের বসার ব্যবস্থা আছে। হাইকমিশন থেকে গিয়ে মোবাইল টিমের মাধ্যমে পেনাং ও জহুর বারু, ক্যামেরুন হাইল্যান্ড ও ক্লাংয়ে সেবা দিচ্ছে।'


বাংলাদেশের সাথে মালয়েশিয়ার বাণিজ্য বৃদ্ধি পেয়ে গত তিন বছরে ৫৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে ২৮১ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশে সরাসরি মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এখন ৯ম বিনিয়োগকারী দেশ হয়েছে।'


এ সময় আরো উপস্থিত ছিলেন, হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো: জহিরুল ইসলাম, কাউন্সিলর (শ্রম-২) মো: হেদায়েতুল ইসলাম মণ্ডল ও শ্রম শাখার দ্বিতীয় সচিব ফরিদ আহমদ।


বিবার্তা/আরিফ/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com