
যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে প্রবাসী বাংলাদেশী ড্রেক্সেল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী মেহেরুন চৌধুরী (১৯) বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
মেহেরুন ফিলাডেলফিয়ার প্রবাসী লুৎফর হায়দার চৌধুরী মিঠুর বড় মেয়ে।
মেহেরুনের চাচা লুৎফুর রহমান চৌধুরী জানান, ৫ নভেম্বর সকাল ১০টায় চেসনুট ও ৬০ স্ট্রিট দিয়ে সে নিজে ড্রাইভ করে যাচ্ছিল, ৩ লাইনের এ রাস্তাটিতে কাজ চলছিল, তাই ৫৯ স্ট্রিট এ এসে শুধু এক লাইন খোলা ছিল। এমন সময় রাস্তাটিতে খুব জ্যাম লেগে যায় এবং পেছন থেকে অন্য একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়, এতে গাড়িটি সামনের স্কুল বাসে ঢুকে পড়ে, এতে তার গাড়ির সামনের অংশ চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
গুরুতর আহত অবস্হায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ফিলাডেলফিয়ার পুলিশ অ্যাম্বুলেন্স দিয়ে তাদের পেন প্রেস-বেটেরিয়ান মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর আইসিইউতে ভর্তি করা হয়। ৩৭ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পরে তার মৃত্যু হয়।
বিবার্তা/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]