শিরোনাম
১৭ বছর পর দেশে ফেরার পথে কুয়েত প্রবাসীর মৃত্যু
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১১:৩৬
১৭ বছর পর দেশে ফেরার পথে কুয়েত প্রবাসীর মৃত্যু
কুয়েত প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কথা ছিল ১৭ বছরের কর্মময় জীবনের ইতি টেনে স্বদেশে ফিরবেন, কিন্তু দেশে ফেরার পথেই মারা গেলেন কুয়েত প্রবাসী এক বাংলাদেশি।


তার নাম মোহাম্মদ আলম (৪৩), বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে।


রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


কুয়েত প্রবাসী হাসান কামাল বলেন, ‘ওইদিন বাংলাদেশ বিমানের রাত দেড়টার একটি ফ্লাইটে ঢাকায় যাওয়ার কথা ছিল আলমের। এ উদ্দেশ্যে স্থানীয় সময় রাত ১০টায় কুয়েত বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে থাকা মালামাল বুকিংয়ের কাজ শেষে এক পর্যায়ে বুকে ব্যথা অনুভব করেন তিনি।’


‘তখন আলমের ছোট ভাই শামিম ও অন্যান্যদের সহযোগিতায় স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা প্রায় ৩ ঘণ্টা চিকিৎসা শেষে আলমকে মৃত ঘোষণা করেন।’


প্রবাসীরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় ১৭ বছর আগে কুয়েতে পাড়ি জমিয়েছিলেন মোহাম্মদ আলম। ‘কেওসি’ নামে একটি তেল কোম্পানিতে কাজ করতেন তিনি।


শেষ খবর পাওয়া পর্যন্ত আলমের লাশ ফরওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে, সব আইনি প্রক্রিয়া শেষে লাশ দেশে পাঠানো হবে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com