শিরোনাম
সুইডেনে আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৯, ১৬:৩৭
সুইডেনে আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন করেছে সুইডেন আওয়ামী লীগ।


২৯ সেপ্টেম্বর (রবিবার) প্রধাননমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে স্ট্রোকহোমের সিস্তা ট্রাফ হলে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইডেন আওয়ামী লীগের সভাপতি এএইচএম জাহাঙ্গীর কবির।প্রধান আলোচক ছিলেন সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান।


সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি জুলফিকার আলী হায়দার, শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।


আলোচনা সভা পরিচালনা করেন সুইডেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ ইউসুফ আলী রতন।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা হুমায়ন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাচান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ (মান্নান মোল্লা), যুবনেতা মিজানুর রহমান মিজান, যুবনেতা জোবায়দুল হক সবুজ, ফকির সাহাবুদ্দীন ও ফকির রাজী।


জন্মদিনের আলোচনা সভায় মহিয়সী নারী জননেত্রী শেখ হাসিনার জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোকপাত করা হয়।


জন্মদিনের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন খালেদ চৌধুরী, বীর মুক্তিযাদ্ধা মোহাম্মদ আলম, দলিল উদ্দিন দুলু, রাবেয়া ইসলাম, কাউসার আলী, ডাঃ তামান্না হোসেন খান, নীলা চৌধুরী, সিরাজ বেপারী, নূর সালাম (চাইনিজ), তারিক কামাল মোস্তাফা, ইসরাত জাহান, তারেক ঘোষ তপন, আনিছ হাসান তপন সহ সুইডেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।


১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিবার্তা/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com