শিরোনাম
ফিনল্যান্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১৫:৫৩
ফিনল্যান্ড আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন
ফিনল্যান্ড প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির মিস্টার ডন রেস্তোঁরায় শোকাবহ আগষ্টে ২৬শে আগষ্ট সোমবার সন্ধ্যায় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শোক দিবসের অনুষ্ঠানে সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হুমায়ন কবির। সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন।


স্মরণসভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনায় সভায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বকুল, পলাশ কামালী, তপন বঙ্গবাসী, মোস্তফা আজাদ বাপি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব টিপু প্রমুখ।


বক্তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বেড় করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। আর ভবিষ্যতে আওয়ামী লীগের ভেতরে যেন খন্দকার মোশতাক সাদৃশ্য কোনো বেঈমানের অনুপ্রবেশ না ঘটে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান।


উপস্থিত ছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাকিল, ড. জহির, স্থানীয় আওয়ামী লীগ নেত রাজু মালেক, খালেদুল ইসলাম জিতু, মহিলাবিষায়ক সম্পাদিকা আবিদা সুলতানা নান্সি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াসীম জাবেদ দিপু, শীরিন আক্তার, আওয়ামী লীগ নেত্রী নুসরাত হোসেন, রোমেনা কবির সোহানা পারভিন প্রমুখ।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com