শিরোনাম
পরকিয়ার জেরে রাজনগর থানার এএসআই কারাগারে
প্রকাশ : ২৬ জুন ২০১৮, ২২:৫৭
পরকিয়ার জেরে রাজনগর থানার এএসআই কারাগারে
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ধর্ষণ মামলায় রাজনগর থানার এএসআই আবু তাহের ভূঁইয়াকে জেলহাজতে পাঠিয়েছেন মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।


ধর্ষণ মামলায় ৬ মাসেরও বেশি সময় পলাতক থাকার পর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাকে জেলহাজতে পাঠান।


মামলা সূত্রে জানা যায়, রাজনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু তাহের ভূঁইয়া জেলার কমলগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে কমলগঞ্জ পৌরশহরের এক নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। বিষয়টি পরে শারীরিক সম্পর্কে গড়ায়। এক পর্যায়ে আবু তাহেরের প্রমোশনের সময় হয়। প্রমোশন পেয়েই তারা বিয়ে করবে বলে ঠিক করা ছিল তাদের। কিন্তু কনস্টেবল থেকে সহকারী উপ-পরিদর্শকে প্রমোশন পেয়েই বদলে যান আবু তাহের ভূইয়াঁ। বিয়ের আশ্বাস দিয়ে চালিয়ে যান শারীরিক সম্পর্ক।


এর মধ্যে আবু তাহের রাজনগর থানায় যোগদান করেন। এদিকে পরকীয়া প্রেমের কারণে ওই নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ ঘটে। এরপর একদিন আবু তাহের ওই নারীর বাসায় গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এ নিয়ে ওই নারী তাহেরকে আসামি করে ২০১৭ সালের ৩১ জানুয়ারি মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা (নং-৩৭৭/১৭) করেন। আদালত গত বছরের ৮ নভেম্বর গ্রেফতারি পরওয়ানা জারি করেন। পরে এএসআই তাহের রাজনগর থানা থেকে এক মাসের ছুটি নিয়ে বাড়িতে গেলে আর কর্মস্থলে যোগদান করেনি।


দীর্ঘ সাড়ে ৬ মাস পলাতক থাকার পর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আত্মসর্ম্পন ও জামিন আবেদন করেন। আদালত জামিন নাঞ্জুর করে আবু তাহেরকে জেল হাজাতে পাঠনা। আদালতে বাদী পক্ষে মামলা শুনানী করেন স্পেশাল পিপি এডভোকেট আমিরুল ইসলাম, এডভোকেট মাসুক আহমদ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দিপক কুমার ধর।


স্পেশাল পিপি আমীরুল ইসলাম পংকি জানান, এএসআই আবু তাহের দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।


উল্লেখ্য, এএসআই আবু তাহের নরসিংদি জেলার শিবপুর উপজেলার চাইলতাকান্দি গ্রামের সাদেক ভূঁইয়ার ছেলে।


বিবার্তা/আরিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com