শিরোনাম
হবিগঞ্জে ছয় জুয়াড়িকে কারাদণ্ড
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৬, ০৩:৩৭
হবিগঞ্জে ছয় জুয়াড়িকে কারাদণ্ড
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার এ দণ্ডাদেশ প্রদান করেন।


দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলো- হবিগঞ্জে জেলার বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের ছমর উদ্দিনের ছেলে সাহেব আলী (৩৫), গুনই গ্রামের মৃত আক্তার উল্লার ছেলে আব্দুল হাকিম (৩৫), বক্তারপুর গ্রামের হাজী খালেকের ছেলে কাউছার আহমেদ (২৫), নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের মনর উদ্দিনের ছেলে কামাল মিয়া (৩৩), রাইয়াপুর গ্রামের মজদ্দর আলীর ছেলে পরাছ আলী (৩২), তাহিরপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে হারুন মিয়া (৪৫)।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলার নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খরছু মিয়ার মাকের্টের দু’তলায় বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত জমজমাট জোয়ার আসর চলে আসছিল। উক্ত জুয়ার আসরে জেলার বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়াড়িরা অংশগ্রহণ করে। এতে করে এলাকার যুবসমাজ দিন দিন বিপথগামী হচ্ছে ও এলাকায় চুরি রাহাজানি বৃদ্ধি পায়। এব কর্মকাণ্ডে এলাকাবাসী, ব্যবসায়ী ও সুশীল সমাজের লোকজনের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার বলেন, ‘অভিযোগ পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। এ সময় ৬ জুয়াড়িকে হাতে নাতে আটক করলেও অনেক জুয়াড়ি পালিয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি।’



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com