সিলেটে চাঁদাবাজির সময় ২ ভুয়া র‌্যাব গ্রেফতার
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২১
সিলেটে চাঁদাবাজির সময় ২ ভুয়া র‌্যাব গ্রেফতার
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটের শাহপরাণ (রহঃ) এলাকা থেকে চাঁদাবাজি করার সময় ২ জন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. নাদিম আহমদ (২০), মো. সাবির মিয়া (২১)। তাদের উভয়ের বাড়ি সিলেটে।


৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মিথ্যা ছদ্মবেশ ধারণ করে ভুয়া র‌্যাব পরিচয় দিয়ে এসএমপি, সিলেট, শাহপরাণ (রহঃ) এলাকায় চাঁদাবাজি করছিলেন। পরে সংবাদের ভিত্তিত র‌্যাব-৯, সিলেট এর একটি আভিযানিক দল ৪ সেপ্টেম্বর (বুধবার) রাতে অভিযান পরিচালনা করে ২ জন ভুয়া র‌্যাব পরিচয়দানকারীকে গ্রেফতার করে।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসাামিদেরকে শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেটে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com