সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৪ সেপ্টেম্বর, বুধবার বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখালি নদীর চন্ডিঢর খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় গলিত এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে। মুখ ও মাথায় কোনো মাংস নেই। এছাড়া শরীরের বিভিন্ন অংশের মাংস পচে গলে গেছে। ফলে প্রাথমিকভাবে চেনার কোনো উপায় নেই। বুধবার দুপুরে সিলেট পিবিআই থেকে আসা একদল বিশেষজ্ঞ প্রতিনিধিদের মাধ্যমে পরিচয় শনাক্তে বিভিন্ন আলামত সংগ্রহ শেষে লাশটি মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]