শিরোনাম
সিলেটে একদিনে শনাক্তে রেকর্ড, মৃত্যু ৭
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৩:১৬
সিলেটে একদিনে শনাক্তে রেকর্ড, মৃত্যু ৭
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেট বিভাগে গত একদিনে রেকর্ড ৭০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ১৮ জুলাই ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছিল; যা এতদিন ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল।


মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে আরো ৭ জনের মৃত্যু হয়েছে।


এ দিন সিলেট বিভাগে শনাক্তের হার ৩৯ দশমিক ৫৩ শতাংশ। হবিগঞ্জে শনাক্তের হার ৪৫ দশমিক ২১ শতাংশ ও মৌলভীবাজারে ৪১ দশমিক ৯ শতাংশ। এছাড়া সিলেট জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৭৩ শতাংশ ও সুনামগঞ্জে ৩৪ দশমিক ৭৮ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ৩৫৪ জন, সুনামগঞ্জে ১২০ জন, হবিগঞ্জে ৬৬ জন ও মৌলভীবাজারে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ৬২ জন রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।


এ দিন মৃতদের মধ্যে ৬ জন সিলেট জেলার ও অপরজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় পুরো বিভাগে ৬৩৮ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় ৫০৭ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ৫৩ জন মারা গেছেন।


এখন পর্যন্ত পুরো বিভাগে ৩৬ হাজার ৯১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ২৯ হাজার ২২০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে সক্রিয় আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৮০ জন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৫৬ জন।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com