শিরোনাম
লালমনিরহাটে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে
প্রকাশ : ০৬ মে ২০১৯, ১৯:১৪
লালমনিরহাটে ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করেছে
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনালে লালমনিরহাটের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৬৮ জন শিক্ষার্থী।


সোমবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক।


তিনি বলেন, চলতি বছর এসএসসিতে ১৬ হাজার ২১৫ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ৫০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪২৫ জন। পাশের হার শতকরা ৮৩.২৫ জন। দাখিলে ২৪ হাজার ১২জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে এক হাজার ৯৬৭জন। জিপিএ-৫ পায় ২২ জন। শতকরা পাশের হার ৮২.০৭ জন।


এসএসসি ভোকেশনালে এক হাজার ৬৪৫ জনের মধ্যে পাশ করে এক হাজার ২৫৮জন। জিপিএ-৫ পেয়েছে ২১জন। শতকরা পাশের হার ৭৬.০৭ জন। দাখিল ভোকেশনালে ৫৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩৬জন পাশ করলেও জিপিএ-৫ পায়নি কেউ। পাশের হার ৬০.৫৭ জন।


এসএসসি, দাখিল, ভোকেশনালে লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে বলেও জানান তিনি।


বিবার্তা/জিন্না/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com