শিরোনাম
কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৯, ১৮:৫৯
কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম স্ত্রী হত্যার অভিযোগে জামাল উদ্দিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাবাসের আদেশ দেয়া হয়।


বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়রা জজ মুন্সি রফিউল আলম এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এসএম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন এরশাদুল হক চৌধুরী শাহীন।


অভিযোগ সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী উপজেলার বেলদহ (কালিরহাট বাজার সংলগ্ন) মো. জিয়ালির ছেলে জামালের (২৮) সাথে নাগেশ্বরী উপজেলার বদলীটারী গ্রামের মকবুল হোসেনের মেয়ে রাশিদা বেগম (১৯) এর ২০১০ সালে আগস্টে পারিবারিকভাবে বিবাহ হয়। জামাল উদ্দিনের সাথে তার ভাবী ছাবিয়া বেগমের পরকীয়া সম্পর্কের কারণে ২০১১ সালের ১ মার্চ রাশিদা বেগমকে পরস্পর যোগসাজশে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। পরদিন ২ মার্চ ভুরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা করে নিহতের বাবা মকবুল হোসেন, তার স্ত্রী সুফিয়া বেগম ও ছেলে শহিদুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে আদালত বুধবার দুপুরে আসামি জামাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাবাসের নির্দেশ দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী এসএম আব্রাহাম লিংকন জানান, সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই শাস্তি দেন বিচারক।


বিবার্তা/সৌরভ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com