শিরোনাম
কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কুড়িগ্রামে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৩৪
কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কুড়িগ্রামে কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষক, কৃষি পণ্য ক্রয়কারী ও ব্যবসায়ীদের নিয়ে কুড়িগ্রামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার জেলা সদরের অভিনন্দন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন এমফোরসি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর আনোয়ারুল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার মো. নাসির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষকরা বিভিন্ন দুর্যোগ মোকাবেলা করে অনেক কষ্টে বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করে থাকে। অথচ যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় কৃষি পণ্যের সঠিক মূল্য পাননা। তাই কৃষি পণ্য ক্রয়কারী ব্যবসায়ীদের সাথে লিংকেজ করার জন্য এ উদ্যোগ। আমরা আশা করছি এর মাধ্যমে চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবে।


বিবার্তা/সৌরভ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com