শিরোনাম
চিরিরবন্দর উপজেলা শতভাগ স্কাউটস ঘোষণা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৭:৫৬
চিরিরবন্দর উপজেলা শতভাগ স্কাউটস ঘোষণা
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউটস ও রোভার কার্যক্রম পরিচালিত হওয়ায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলাকে স্কাউটস উপজেলা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে।


সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস চিরিরবন্দর উপজেলা শাখা আয়োজিত স্কাউটস সমাবেশে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম ও বাংলাদেশ স্কাউটস চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী এ ঘোষণা দেন।


এর আগে অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে শতভাগ স্কাউটসের উদ্বোধন করেন দিনাজপুরের জেলা প্রশাসক।


উল্লেখ্য, উপজেলার ১৯৮ টি প্রাথমিক, ১২৭টি মাধ্যমিক স্কুল,কলেজ মাদ্রাসায় ৮ হাজার ৭ শত ১২ জন স্কাউটস শিক্ষার্থী রয়েছে।


বিবার্তা/মানিক/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com