শিরোনাম
লালমনিরহাট সদরে ভোটার উপস্থিতি কম
প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৪:৩১
লালমনিরহাট সদরে ভোটার উপস্থিতি কম
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট সদর উপজেলায় ভোটারদের উপস্থিতি একেবারেই কম। ৫ম উপজেলা পরিষদের প্রথম ধাপে লালমনিরহাট জেলার সদর উপজেলায় ৮৯টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।


রবিবার দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ৮৯টি ভোট কেন্দ্রে ১০ থেকে ১২ শতাংশ ভোটারদের উপস্থিতি দেখা গেছে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সকাল থেকে দুয়েকজন করে ভোটার ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই উপজেলায় ভোটারদের দীর্ঘ লাইন কোথাও দেখা যায়নি। দুপুর পর্যন্ত ভোটারের উপস্থিতি একই রকম ছিলো। তবে জেলার পৌরসভায় এলাকায় ভোটারের উপস্থিতি বেশি ছিল।


লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার চারটিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতির কারণে আদিতমারী উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।


৪টি উপজেলার মধ্যে পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ ও সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।


বিবার্তা/জিন্না/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com