শিরোনাম
রংপুরে ইভিএম প্রদর্শনী প্রত্যাখ্যানের আহবান বিএনপির
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৮, ১৭:০৫
রংপুরে ইভিএম প্রদর্শনী প্রত্যাখ্যানের আহবান বিএনপির
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

রংপুরে অনুষ্ঠিতব্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার পদ্ধতি প্রদর্শনীর আয়োজনকে সরকার ও নির্বাচন কমিশনের সাজানো নাটক বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতারা। মহানগরবাসীকে নির্বাচন কমিশনের দুরভিসন্ধিমূলক এই প্রদর্শনী বয়কট করার আহবান জানিয়েছেন তারা।


শনিবার দুপুরে নগরীর গ্র‍্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।


বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র-কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন সংবাদ সম্মেলনে বলেন, স্বৈরাচারী আওয়মীলীগ সরকার ডিজাটাল কাররচুপি মাধ্যমে আবারো ক্ষমতায় থাকার জন্য বিতর্কিত ইভিএম পদ্ধতি ভোটারদের ওপর চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন কমিশন সেই ষড়যন্ত্র বাস্তবায়নে ইভিএম প্রদর্শনীর নতুন নাটক তৈরি করে জনগনকে বিভ্রান্ত করছে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান লাকু, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, মহানগর যুবদল সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি শহিদুল ইসলাম লিটন, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর সভাপতি নুর হাসান সুমন প্রমুখ।


বিবার্তা/সোহেল/কামরুল


আরও পড়ুন-ইভিএম মেলা প্রত্যাখ্যান করলো বিএনপি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com