শিরোনাম
রংপুরে নিরাপদ সড়ক বাস্তবায়নে এলজিইডিতে প্রশিক্ষণ
প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ২২:০৭
রংপুরে নিরাপদ সড়ক বাস্তবায়নে এলজিইডিতে প্রশিক্ষণ
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

রংপুরে কমিউনিটি ভিত্তিক নিরাপদ সড়ক কর্মসূচির আওতায় এলজিইডি’র টিওটি দলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রংপুর এলজিইডি ভবনে এই প্রশিক্ষণের আয়োজন করে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট।


দিনব্যাপী এ প্রশিক্ষণে রংপুর এলজিইডির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সেখানে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।


প্রশিক্ষণের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন এলজিইডি রংপুর অঞ্চলের তত্তাবধায়ক প্রকৌশলী হারুন-উর রশিদ। তিনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে আমাদের সবার সম্মিলিত সচেতনতা ও চেষ্টা জরুরি। শুধু প্রশাসন বা গাড়ি চালকরা সচেতন হলে চলবে না। পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে বেপরোয়া গাড়ি চলাচলে শৃঙ্খলা ফেরানোর সাথে জনগণকেও রাস্তা পারাপারেও সজাগ হতে হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নবিদেপ'র উপ-প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন, রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সুলতানা সুমী। প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েট প্রফেসর ড. শামসুল হক, ড. মাহবুব আলম তালুকদার। এতে রংপুরের আট উপজেলার প্রকৗশলীগণ উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক বাস্তবায়নে একটি সচেতনামূলক র‌্যালি এলজিইডি ভবন শেষে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


বিবার্তা/সোহেল/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com