শিরোনাম
হেলমেটবিহীন মোটরসাইকেল ধরতে লালমনিরহাটে অভিযান
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৮, ২১:২৪
হেলমেটবিহীন মোটরসাইকেল ধরতে লালমনিরহাটে অভিযান
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে লালমনিরহাট ট্রাফিক পুলিশ অভিযান চালিয়েছে। মাত্র আধা ঘণ্টাতেই শতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে


শুক্রবার সন্ধ্যায় জেলার প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্বরে লালমনিরহাট ট্রাফিক পুলিশের উদ্যোগে এ অভিযান চালানো হয়।


লালমনিরহাট ট্রাফিক বিভাগের সার্জেন্ট আল ফরিদ জানান, যানবাহনে দুর্ঘটনা এড়াতে চালক ও যাত্রীর মাঝে সচেতনতা বাড়াতে হেলমেটবিহীন মোটরসাইকেল আটক করা হচ্ছে। তবে মোটর সাইকেল আরোহীরা পরে তাদের হেলমেট দেখাতে পারলেও শাস্তি হিসাবে তিন ঘণ্টা পর মোটরসাইকেল ফেরত দেয়া হবে।


লালমনিরহাট ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তরিকুল ইসলাম বলেন, মহাসড়কে মোটর যান চলাচলে জন সচেতেনতা বৃদ্ধির লক্ষে লালমনিরহাট ট্রাফিক পুলিশ 'Helmet Wearing Operation' অভিযান পরিচালনা করে। এ সময় মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার না করার অপরাধে পরায় ১০০ মোটর সাইকেল আটক করা হয়।


তিনি বলেন, মোটরসাইকেল আটক করা হলেও এ ব্যাপারে কোনো মামলা দেয়া হচ্ছে না। লালমনিরহাট ট্রাফিক পুলিশের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/জিন্না/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com