শিরোনাম
রংপুরে স্কুলের ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত
প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১৫:২০
রংপুরে স্কুলের ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

রংপুর মহানগরীর মুন্সিপাড়ার মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরাতন একটি ভবনের ছাদের একাংশ ধসে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহতরা হলো- জেসমিন আক্তার ও শাহানা আক্তার। তারা দুইজন ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার দুপুর ১২টার দিকে অর্ধবার্ষিক পরীক্ষার শারীরিক শিক্ষা পরীক্ষা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।



মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন নাহার জানান, দায়িত্বরত শিক্ষিকা একেকজন করে কক্ষে প্রবেশ করিয়ে পরীক্ষা নিচ্ছিলেন। শেষের দিকে হঠাৎ করে ছাদের একটি অংশ ধসে পরে। ভাগ্যক্রমে সেখানে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। ধসে পরা অংশ জেসমিন আক্তার ও শাহানা আক্তারের মাথায় পড়লে তারা গুরুতর আহত হয়।



রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামসুজ্জোহা জানান, বিদ্যালয়টির ভবনের ছাদের রডের টেম্পার নস্ট হয়ে যাওয়ার পরেও সেখানে সিমেন্ট দিয়ে মেরামত করা হয়েছিল। যার ফলে ছাদের প্রায় ৮০-১০০ বর্গফুট আয়তনের একটি অংশ ধসে পরে।


বিবার্তা/রশীদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com